নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নীলফামারী-সৈয়দপুর রেলপথের মিলনপল্লী এলাকায় বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৩০ বছরের রবিউল ইসলাম দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের চান্দিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ছিলেন।
ওসি জানান, নীলফামারী-সৈয়দপুর রেলপথের ১৩৮ নম্বর সিগন্যাল এলাকায় চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয় রবিউলের। তার বুক থেকে মাথা পর্যন্ত থ্যাঁতলে যাওয়ায় পরিচয় নিশ্চিত হতে দীর্ঘক্ষণ সময় লাগে। পরে তার সঙ্গে থাকা মোবাইল নম্বর দিয়ে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহতের প্রতিবেশী আবুল বাশার রনি বলেন, রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে বাড়ির দিকে ফিরি। বৃহস্পতিবার ফজরের নামাজের পর এলাকায় তার দাফন সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।