ঠাকুরগাঁওয় সদরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ তুলে চা দোকানিকে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।
সদর উপজেলার ভাউলারহাট মোড় এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ৪২ বছরের হাসান আলী হরিনারায়নপুর কাজিবস্তি এলাকার বাসিন্দা।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছে সদর থানার এসআই হাফিজুর রহমান।
চার বছরের ওই মেয়েটির বাবা নিউজবাংলাকে বলেন, ‘আমার ডেকোরেটরের দোকান আছে। তার পাশেই হাসানের চায়ের দোকান। আমার দোকানে প্রতিদিন মেয়েকে নিয়ে যাই। সে ওই চায়ের দোকানে কম্পিউটারে গান শোনে ও কার্টুন দেখে।
‘গত ২ অক্টোবর আমি এশার নামাজ আদায় করতে গেলে আমার মেয়েকে যৌন নিপীড়ন করা হয়। আমার মেয়ে হাসানের কথা বলে। আমি হাসানের কাছে এ কথা জানতে চাইলে সে অস্বীকার করে উল্টো আমাকে বলে আমি নাকি ব্ল্যাকমেইল করছি। অথচ আমার চার বছরের মেয়ে সবই বলছে।’
অভিযুক্ত হাসান আলী বলেন, ‘প্রতিদিনের মতো আমি দোকান খুলেছি। দুপুরে স্থানীয় কিছু লোক এসে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ এনে আমাকে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করেছে। আমি এ ধরনের কোনো অপরাধ করিনি।’
সদর থানার ওসি কামাল হোসেন বলেন, শিশুর বিষয়ে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।