পাবনায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর দুই খালাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরবাড়ী যমুনা নদীর নটাখোলা পয়েন্ট থেকে সোমবার সকালে মরদেহগুলো ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ১৮ বছরের পান্না শেখ সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের বাসিন্দা ও ২০ বছরের আশিক পাবনা সদরের তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা খালাতো ভাই।
ওসি রওশন আলম বলেন, ‘পান্না ও আশিক গত শনিবার আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়ের আনুষ্ঠানে আসেন। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি।
‘সোমবার সকালে নদীর নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।’