চাঁপাইনববাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পুলিশ শনিবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেছে।
স্থানীয়রা জানান, বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণাধীন শহীদ মিনারের লাল বৃত্তে লাগানো টাইলস শুক্রবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্কুলের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা জানান, রাতের আঁধারে কে বা কারা শহীদ মিনারের লাল বৃত্তের পেছনের অংশ ভেঙে ফেলেছে। বিষয়টি সদর উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেই থানায় সাধারণ ডায়েরি আকারে ঘটনাটি লিপিবদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, ‘এখনও বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’