রাজধানীর গুলিস্তানে বিআরটিসির দ্বিতল বাসের ধাক্কায় হাসিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বলেন, ‘গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিপরীতে ট্রেড সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন ৫০ বছর বয়সী হাসিনা। এ সময় বিআরটিসির একটি বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুপুর পৌনে ১টায় তাকে মৃত বলে জানান।’
এসআই আলামিন জানান, এ ঘটনায় বাসটির চালককে আটক ও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের খালাতো ভাই মো. শহিদুল্লাহ বলেন, ‘আমার খালা মাজার ভক্ত। তিনি গেন্ডারিয়া ঘুণ্টি ঘর মামার মাজারে থাকেন। ধারণা করছি, খালা গোলাপ শাহ মাজারে এসেছিলেন। সেখান থেকে গেন্ডারিয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। খালার গ্রামের বাড়ি পিরোজপুর।’