বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামরুল হাসান বলেন, ‘কানে হেডফোন লাগিয়ে কসাইবাড়ী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কসাইবাড়ী রেল গেটের সামনে একটি ট্রেনে কাটা পড়েন ওই শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
রাজধানীর দক্ষিণখানে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে কসাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ বছর বয়সী রাফিন আহমেদ উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ীর মিয়াবাড়ী গ্রামের সোহেল আহমেদের ছেলে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘কানে হেডফোন লাগিয়ে কসাইবাড়ী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কসাইবাড়ী রেল গেটের সামনে একটি ট্রেনে কাটা পড়েন ওই শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’