ফেনীর বালিগাঁও ইউনিয়নে ৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে আটকে পিটুনি দিয়েছেন শিশুর মা ও স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিটুনির ভিডিও মঙ্গলবার ভাইরাল হলে ঘটনা জানাজানি হয়।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন এসব নিশ্চিত করে জানান, ওই শিক্ষকের নাম ফখরুল ইসলাম। তাকে আটক করে থানায় রাখা হয়েছে। শিশু পরিবার থেকে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
শিশুর মা জানান, গত জানুয়ারি মাসে মেয়েকে স্থানীয় মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। সেখানে গত সোমবার সকালে মেয়েটিকে মাদ্রাসার ছাদে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে যৌন হয়রানি করেন। মেয়ে বাড়ি ফিরে বিষয়টি জানালে মঙ্গলবার তিনি মাদ্রাসায় যান।
তিনি বলেন, ‘আমি অভিযোগ করতে মাদ্রাসায় গেলে প্রধান শিক্ষক ব্যবস্থা না নিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। ফখরুল ইসলামের পক্ষে সাফাই গেয়ে উল্টো বলেন যে তিনি নাকি এসবে জড়িত না।
‘এসব মাদ্রাসা চালু থাকলে ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটবে। মাদ্রাসায় কোনো নিয়ম-নীতি নাই। শুধুমাত্র টাকা রোজগার করার জন্য মাদ্রাসা চালু করেছে। এখানকার শিক্ষকরা অন্য ছাত্রীদের সঙ্গেও নাকি এসব করেছে। কেউ হয়তো মুখ খুলছে না।’
ওসি নিজাম উদ্দিন জানান, মামলা হলে শিশুটির শারীরিক পরীক্ষা করা হবে ও পরে আদালতে ২২ ধারায় জবানবন্দি নেয়া হবে। একই সঙ্গে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।