মেহেরপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্কুলছাত্রীদের সামনে লুঙ্গি তুলে নেচে টিকটক ভিডিও নির্মাণ করে ভাইরাল হওয়া এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল অভিযুক্ত কিশোর শোভনকে নিজ বাসা থেকে আটকের পর মঙ্গলবার দুপুরে তাকে জেলা প্রবেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করে।
অষ্টম শ্রেণিতে পড়া টিকটকার শোভনের বয়স ১৪ বছর। তিনি মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার শামীম হোসেনের ছেলে।
আটকের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মেজবাহ উদ্দিন।
ওসি জানান, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ রোড পাশাপাশি হওয়ায় ছুটির পর কিছু উঠতি বয়সের ছেলে স্কুল-কলেজের মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। এদের মধ্যে শোভন সম্প্রতি লুঙ্গি তুলে ছাত্রীদের উদ্দেশে অঙ্গভঙ্গি করে একটি টিকটক ভিডিও নির্মাণ করেন।
শোভনের ওই ভিডিও পরে ফেসবুক ও টিকটকে ভাইরাল হয়ে গেলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
আটক শোভনের বিষয়ে ওসি বলেন, ‘যেহেতু সে এখনও শিশু, তাই তাকে আমরা প্রবেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।’
এ বিষয়ে জেলা প্রবেশন ও সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন নিউজবাংলাকে বলেন, আটক শোভন অষ্টম শ্রেণিতে পড়ে এবং শিশু হওয়ায় তার বাবা-মাকে ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের কাছে শোভনকে হস্তান্তর করা হয়।’