বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকচাপায় পা হারাল ৩ বছরের শিশু

  •    
  • ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৬:০৫

চিরিরবন্দর থানার এসআই জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকচালককে আটক করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুরে মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডান পা হারাল এক শিশু। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

চিরিরবন্দর উপজেলায় বেলতলী বাজারে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তিন বছর বয়সী ওই শিশুর নাম সিয়াম। সে উপজেলার নান্দেরাই ডুজুপাড়ার আরিফুল ইসলামের ছেলে।

ট্রাকের চালক ৪০ বছর বয়সী খন্দকার আনোয়ার শহরের নিমনগর বালুবাড়ীর বাসিন্দা।

চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরে বেলতলী বাজারে মা সালেহা বেগমের সঙ্গে রাস্তা পার হচ্ছিল শিশু সিয়াম। পার্বতীপুর থেকে দিনাজপুরমুখী একটি চালবোঝাই ট্রাক ওই মা ও শিশুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় শিশুর ডান পায়ের ওপর দিয়ে ট্রাকটি চালে যায়। তাৎক্ষণিক শিশুর বাম গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিশুকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকচালককে আটক করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর