বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট থেকে না সরলে ‘অসুবিধা হবে’

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৫৪

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে প্রার্থী করেছে মীর ইসতিয়াক লেমনকে। তবে ক্ষমতাসীন দলের নেতা আক্তারুজ্জামান আক্তার তাকে মেনে না নিয়ে নিজেও প্রার্থী হয়েছেন। ভোট থেকে সরে দাঁড়াতে তাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান আক্তারকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

তিনি বলছেন, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ‘অসুবিধা’ হবে বলে হুমকি দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ ঘটনায় প্রার্থীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিলের বরাবরে লিখিত অভিযোগ দেন আক্তারুজ্জামান।

অভিযোগে তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আসাদুজ্জামানের নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন তার বাড়িতে গিয়ে খোঁজ করেন। তাকে না পেয়ে বাড়ির সামনের একটি দোকানে গিয়ে বলে আসেন যোগাযোগ করতে।

ওইদিনই আসাদুজ্জামান তার দামকুড়া বাজারের অফিসে যান। সেখানেও না পেয়ে স্থানীয়দের বলে আসেন তিনি যেন প্রার্থিতা প্রত্যাহার করেন আর না করলে তার অসুবিধা হবে।

আক্তারুজ্জামান জানান, ২০ সেপ্টেম্বর জেলা পরিষদ অফিস থেকে সভা শেষ করে ইউপি চেয়ারম্যানদের নিয়ে আওয়ামী লীগ নেতারা নগরীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা করেন। সেই সভায় তাকে হুমকি দেওয়া হয়। তার পরদিন একটি রেস্তোরাঁয় সভায় আবার হুমকি দেয়া হয়। বলা হয়, আগামী ২৫ তারিখের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে।

হুমকির বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘আমি, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অনিল কুমার সরকার ও আওয়ামী লীগের প্রার্থী মীর ইসতিয়াক লেমন তাকে (আসাদকে) বোঝানোর জন্য যাই। তবে কোনো হুমকি দেয়া হয়নি। তার সঙ্গে সামনাসামনি দেখাও হয়নি।’

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন শুক্রবার দুপুরে জানান, আক্তারুজ্জামানের কোনো অভিযোগ এখনও তিনি পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, ভোটের পরিবেশ খুবই শান্তিপূর্ণ। এখানে চেয়ারম্যান পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে ৩৮ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

আগামী ১৭ অক্টোবর এই নির্বাচনে ভোট হবে। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই নির্বাচনের ভোটার।

এ বিভাগের আরো খবর