খুলনায় প্রতিবেশীকে ধর্ষণের দায়ে আসামি রফিকুল ইসলাম ঢালীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ওই নারীর সন্তানকে নিজের বলে পরিচয় দিতেও আসামিকে নির্দেশ দেয়া হয়েছে।
খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. সালাম খান বৃহস্পতিবার এ রায় দেন। আসামি সে সময় আদালতে ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ।
এজাহারে বলা হয়েছে, রফিকুল বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে ২০০৯ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত শারীরিক সম্পর্ক চালিয়ে নেন। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই নারী বিয়ের জন্য চাপ দেন। তাতে রাজি না হয়ে হুমকি দিতে থাকেন রফিকুল।
এ ঘটনায় সে বছরই সোনাডাঙ্গা থানায় ধর্ষণের মামলা করেন ওই নারী। থানার তৎকালীন এসআই মুনসুর শফিকুল ইসলাম ২০১০ সালের ২৬ জানুয়ারি রফিকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আইনজীবী ফরিদ আহমেদ বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। ধর্ষণের কারণে যে সন্তান জন্ম নিয়েছে তার বয়স এখন ১২ বছর হয়েছে। এ রায়ের মাধ্যমে ওই সন্তান পিতৃপরিচয় পেয়েছে। এটা তার জন্য বড় প্রাপ্তি।’