‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির বিরুদ্ধে স্বেচ্ছায় কিছু করছেন এমনটা বিশ্বাস করি না। তবে ম্যাডাম তার ছেলে ও আরো দুই-একজনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। আর গতকাল (বুধবার) তার যে চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা আমরা আমলে নিচ্ছি না।’
বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল ধরাতে পারবে না। পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। দলে কোনো বিভেদ নেই।’
জাপা মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্র ও ২০ ধারা নিয়ে মসিউর রহমান রাঙ্গার বক্তব্য স্ববিরোধী। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এই ধারা ব্যবহার করে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করেছিলেন। তখন তিনি গঠনতন্ত্রের ওই ধারার সুবিধাভোগী হয়েছেন। তখন তো রাঙ্গা গঠনতন্ত্রের এই ধারার বিরোধিতা করেননি।
‘তাছাড়া ২০১৮ সালের কাউন্সিলের আগে মহাসচিব ছিলেন, কাউন্সিলে গঠনতন্ত্র অনুমোদন হয়েছে সেই প্রক্রিয়ার সময় এবং কাউন্সিল-পরবর্তী প্রায় দুই বছর এই গঠনতন্ত্র মেনেই মহাসচিবের দায়িত্ব পালন করেছেন মসিউর রহমান রাঙ্গা।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্র নির্বাচন কমিশন ও ওয়েবসাইটে দেয়া আছে। প্রয়োজন হলে যে কেউ তা দেখে নিতে পারেন।’