রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লার দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ এমভি মাগদা পি।
মোংলা বন্দরে হাড়বাড়ীয়ার ১২ নম্বর অ্যাঙ্কারেজে মঙ্গলবার রাত ৮টার দিকে নোঙর করেছে জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ‘গত ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে ছেড়ে আসে গ্রিক পতাকাবাহী জাহাজটি। মঙ্গলবার রাতে মোংলা বন্দরে এসে জাহাজটি নোঙর করেছে। সেখান থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেয়া হবে।’
স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মোংলা বন্দরে ভিড়েছিল। সেখানে ২৪ হাজার ৬০০ টন কয়লা খালাস শেষে ১৯ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। এখানে খালাস হবে ৩০ হাজার ৪০০ টন কয়লা।’
এর আগে গত ৫ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লার প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি আকিজ হেরিটেজ। সেটিতে কয়লা আনা হয়েছিল ৫৪ হাজার ৬৫০ টন।
ম্যানেজার রিয়াজুল বলেন, ‘তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালানের ৫৪ হাজার ৬৮৪ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ৩১ আগস্ট ছেড়ে আসা হংকং পতাকাবাহী জাহাজ এমভি সানিয়া বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়বে। জাহাজটিও প্রথমে চট্টগ্রামে ২২ হাজার ৬৮৪ ও পরে মোংলা বন্দরে ৩২ হাজার টন কয়লা খালাস করবে।’