পাবনা সদরে বালু ব্যবসায়ী আলাউদ্দিন আলালকে অপহরণের পর হত্যার মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে দুই আসামিকে।
বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক সোমবার দুপুরে এ রায় দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি দেওয়ান মজনুল হক।
সাজা পাওয়া আসামিরা হলেন সুজানগর উপজেলার জাহাঙ্গীর হাসান, কালাম শেখ, সদর উপজেলার ভাঁড়ারার আওরঙ্গবাদ এলাকার নজরুল ইসলাম ও সদর উপজেলার বাহিরচরের রবিউল ইসলাম রবি। এদের মধ্যে কালাম ও নজরুল পলাতক।
নিহত আলাউদ্দিন সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ এলাকার বালু ব্যবসায়ী ছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে ২০০০ সালের ৩ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় আলাউদ্দিনকে। তিন দিন পর তার মরদেহ পাওয়া যায় পদ্মা নদীতে।
এ ঘটনায় নিহতের চাচা আনিসুর রহমান সদর থানায় মামলা করেন।