নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাখ্যান করে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেছেন, ‘কোনো রোডম্যাপেই কাজ হবে না। ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে।’
বিএনপির নেতাকর্মীদের রক্তে সারা দেশ রঞ্জিত উল্লেখ করে মনা আরও বলেন, ‘প্রয়োজনে আরও রক্ত দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’
দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে হামলা ও সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলার প্রতিবাদে রোববার খুলনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে ওই কর্মসূচি শুরু হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ অনেকে।
বক্তারা দাবি করেছেন, বর্তমান সরকার চরমভাবে ব্যর্থ ও অযোগ্য। পদে পদে তাদের ব্যর্থতা ও তাঁবেদারি প্রমাণিত। জনগণ তাদের সঙ্গে নেই। তারা টিকে আছে বিদেশি প্রভু ও দেশীয় অস্ত্রবাজ বাহিনীর ছত্রছায়ায়।
জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচিতে গুলি করে তিনজনকে হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করা ছাড়াও বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলার নিন্দা জানান বক্তারা। বুলুর ওপর হামলার ঘটনাকে তারা রাজনৈতিক শিষ্টাচার ধ্বংসের সঙ্গে তুলনা করেন।
খুলনা মহানগরের ৮টি থানা, ৩১টি ওয়ার্ড এবং জেলার ৯টি উপজেলার নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।