হবিগঞ্জের চুনারুঘাটে গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে ঝগড়ার জেরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত ৩০ বছরের পলি আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে জারুলিয়া গ্রামের গাবরু মিয়ার সঙ্গে সৌদি প্রবাসী আক্তার মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়।
‘একপর্যায়ে গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া ও মামুন মিয়াসহ কয়েকজন মিলে স্বজনরা পলি আক্তারের ঘরে ঢুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।’