ভোলার তেতুঁলিয়া নদীতে পড়ে কৃষ্ণচূড়া ফেরির এক লস্কর নিখোঁজ হয়েছেন।
জেলার ভেদুরিয়া ফেরি ঘাটে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ভোলা স্টেশনের উপপরিচালক আব্দুল জলিল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চত করেছেন।
নিখোঁজ ৩২ বছরের লস্করের নাম আমিনুল।
ভেদুরিয়া ফেরি ঘাটের উচ্চ মান সহকারী হেলাল উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘সকালে কৃষ্ণচূড়া ফেরিটিতে গাড়ি উঠছিল। এ সময় আমিনুল নদীতে মাছ দেখে ফেরির এক পাশে গিয়ে সেটি ধরার চেষ্টা করেন। এ সময় ফেরি থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গেই আমরা একটা নৌকা নিয়ে তল্লাশি করি। কিন্তু পাইনি।
‘খবর দেয়া হলে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয় নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এখনও তার সন্ধান মেলেনি।’