কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক ফরহাদ উদ্দিন হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন মোহাম্মদ ছালেহ ওরফে জঙ্গী ছোটন এবং যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তার স্ত্রী লিপি আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের রাষ্টপক্ষের আইনজীবী ফরিদুল আলম।
নিহত ফরহাদ উদ্দিন পেকুয়ার একটি কলেজের শিক্ষক ছিলেন। পূর্ববিরোধের জেরে পেকুয়া সদর ইউনিয়নের আব্দুল হামিদ সিকদারপাড়ায় ২০১৫ সালের ৩ মে রাতে তাকে গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পাঁচ দিন পর ছয়জনকে আসামি করে মামলা করেন তার বাবা মোহাম্মদ ইউনুছ।
সে বছরের ৩ নভেম্বর পেকুয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদ উল্লাহ দুই আসামিকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। তবে সেই অভিযোগপত্রে নারাজি দেন বাদী।
এরপর ২০১৬ সালের ১৪ মার্চ ছয়জনের নামে চার্জশিট জমা দেয়া হয়। রায়ে অন্য আসামিদের খালাস দিয়েছেন বিচারক।