রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছয় আসামির জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট।
ছয় আসামিরা হলেন মো. জীবন, সেলিম, নুরুল ইসলাম, আনসার সদস্য এনামুল, ফারুক ও আব্দুস সবুর।
বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আসামিদের জামিন না দিয়ে তাদের আবেদন ফেরত দেয়।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘আদালত বলেছেন, এ মামলায় আসামিদের জামিন আবেদন আমরা শুনব না। আপনি আবেদন ফেরত নিয়ে যান। পরে আবেদনটি ফেরত নিয়েছি।’
তবে আবেদনটি অন্য কোর্টে নিয়ে যাবেন বলেও তিনি জানান।
আবেদনটি ফেরত দেয়ার কথা জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াও।
গত ৫ সেপ্টেম্বর রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হামলার শিকার সাংবাদিক মো. হাবিবুর রহমান ওরফে বুলবুল হাবিব বাদী হয়ে মহানগর রাজপাড়া থানায় এ মামলা করেন।
মামলায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।