ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ৭ দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রথম দিনে ১৪ মামলায় জরিমানা আদায় হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
শনিবার সকালে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এডিস মশা নির্মূলে ৭ দিনের বিশেষ অভিযানের ঘোষণা দেন।
অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবি: সংগৃহীত
রোববার সকাল থেকেই শুরু হয় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান। ডিএনসিসির দশটি অঞ্চলে একযোগে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ১৪ টি মামলা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসব মামলায় জরিমানা আদায় করা হয় ৪ লাখ ৩৭ হাজার টাকা।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান পরিচালনার পাশপাশি রাজধানীর বিভিন্ন সড়ক ও স্পটে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন স্থানে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়।