বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হবিগঞ্জে হামলার শিকার সাংবাদিক রাজীব নূর

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২২ ২১:২৮

খ্যাতিমান পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের সংবাদ সংগ্রহের জন্য গেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর হামলার শিকার হন। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক মোশাহিদ মিয়া, তৌহিদ মিয়া ও আলমগীর রেজা।

হবিগঞ্জে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজীব নূর। ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখল নিয়ে তথ্য সংগ্রহের সময় এ হামলায় তিনিসহ চার সাংবাদিক আহত হন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটে।

আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরের সরেজমিন ও অনুসন্ধানী সাংবাদিকতায় সুনাম রয়েছে। তিনি খ্যাতিমান পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা নেন। বাড়িটিতে গেলে তারা হামলার শিকার হন।

এ ঘটনায় রাজীব নূর ছাড়াও আহত হয়েছেন বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।

হামলার ঘটনায় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন। তাতে আসামি করা হয়েছে বাড়িটির দখলদার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ, ওয়াসিফসহ অজ্ঞাতনামা কয়েকজনকে।

হামলার বিষয়ে সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস একজন খ্যাতিনামা পর্যটক। তিনি বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ করেছেন। ভ্রমণ বিষয়ে তার অনেক লেখা রয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভুষণ পাড়ায় তার বাড়িটি দখল করা হয়েছে জানতে পেরে তথ্য সংগ্রহে আসি।

‘রোববার বিকেলে স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িটিতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তার ছেলেরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নেন।’

বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে গেলে দখলদার ওয়াহেদ মিয়া উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তারা হামলা চালান। একটি বড় ইট নিয়ে সাংবাদিক আলমগীরের মাথায় আঘাত করতে গেলে আমি তাকে রক্ষা করি।’

তিনি জানান, শুধু সাংবাদিক নয়, দখলদাররা ক্ষুব্ধ পর্যটকদের ব্যাপারেও। অনেক সময় রামনাথের বাড়িটি দেখতে গিয়ে পর্যটকরা লাঞ্ছিত হয়েছেন তাদের মাধ্যমে।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে ৬ সেপ্টেম্বর বাড়িটিতে গিয়ে হামলার শিকার হন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, দেশটিভির প্রতিনিধি আমীর হামজাসহ চার সাংবাদিক।

এ বিভাগের আরো খবর