মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার ধামারনে একটি বিলে শাপলা তুলতে গিয়ে তিন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধামারন ইউনিয়নের পশ্চিমের চকবিলে চার শিশু-কিশোর মিলে শাপলা তুলতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
বেলা আড়াইটার দিকে ওই দলটির ওপর একটি বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ১৬ বছরের রবিউল, ১২ বছরের লামিম ও ৯ বছর বয়সী সানজিদার মৃত্যু হয়। এ ছাড়া ওই বজ্রপাতে আহত হয় সিফাত নামে ১৫ বছরের আরেক কিশোর।
নিহত রবিউলের বাবা মোমেন আলী জানান, ‘আমি কাজে গিয়েছিলাম। পরে শুনি চকে ঠাডা পড়েছে। ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন, মারা গেছে।’
নিহত শিশু-কিশোররা পরস্পরের খালাতো-মামাতো ভাইবোন বলে জানান মোমেন।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস আহমেদ বলেন, ‘বজ্রপাতেই তারা মারা গেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
টংগীবাড়ি থানার ওসি রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।