জাতীয় সংসদের সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার আসনে (গাইবান্ধা-৫) আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ১০ জন। দলের মনোনয়ন পেতে তারা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা দলের সভাপতির কার্যালয়ে জমা দিয়েছেন।
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফজলে রাব্বী মিয়ার মেয়ে এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ, ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক উপসম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার, মোছা. লুদা মিলা পারভীন, এস এম শামসুল আরেফিন, মাহবুবুর রহমান, আল মামুন, উম্মে জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। দু-এক দিনের মধ্যে দলের সংসদীয় বোর্ড আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে দলের প্রার্থী চূড়ান্ত করবে।
২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মৃত্যুবরণ করলে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। আসনটিতে প্রার্থী চূড়ান্ত করতে গত রোববার থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
১২ অক্টোবর এ আসনে উপনির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। এখানে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ করা হবে ২৩ সেপ্টেম্বর।