প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে ভারতে যাওয়ার পরদিন হাসপাতালে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। উচ্চ রক্তচাপ ও ঝিমুনিজনিত (ভার্টিগো) সমস্যা নিয়ে মঙ্গলবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান। সেখানে তার ইকো-কার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। সেখানে মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউ’র কনসালটেন্ট ফয়েজ আহমেদ, হার্ট ফেইলিওর বিভাগের প্রধান কনসালটেন্ট চৌধুরী মেশকাত আহমেদ ও এন্ডোক্রাইন বিভাগের প্রফেসর আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা সমন্বয় করে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। বুধবার এসব পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।
ফয়েজ আহমেদ বলেন, ‘মন্ত্রী মহোদয়ের মাথা ঘোরা সমস্যা আগে থেকেই ছিল। এর আগে মার্চে তুরস্ক থেকে ফেরার সময় প্লেনে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর থেকেই নিয়মিত চেকআপে ছিলেন। ইকো করার পর হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা দেখার জন্য করোনারি এনজিওগ্রাম করতে বলা হয়েছে। বুধবার রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কোনো মেজর জটিলতা আছে কিনা।’
পররাষ্ট্রমন্ত্রীর এপিএস ইমদাদুল হক নিউজবাংলাকে বলেন, ‘মন্ত্রী মহোদয়কে সকাল ৯টায় বিএসএমএমইউতে ভর্তি করা হয়। আমরা সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ছিলাম। চিকিৎসক ওনাকে বিশ্রামে থাকতে বলেছেন এবং প্রতিদিন নিয়ম করে একটি নির্দিষ্ট সময়ে ৩০ মিনিট হাঁটতে বলেছেন। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনেরও ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সফরসঙ্গী হননি। প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার পর পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের বিষয়টি প্রকাশ পায়।