চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হয়েছে।
সোমবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করেন সিএফসি গ্রুপের কর্মীরা। এর জেরে বিকেল ৪টার দিকে দুই পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় গ্রুপের কর্মীদের হলে প্রবেশ করিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব নিউজবাংলাকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ২০ জনের বেশি আহত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে আসেন। তাদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।’
প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘দুপুরে আমরা বলেছিলাম অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু বিকালে সিক্সটিনাইন গ্রুপ সিএফসি গ্রুপের একজনকে হোটেলের ভেতর মারধর করেছে। এরপই দুই গ্রুপের মধ্যে ঢিল নিক্ষেপ ও সংঘর্ষের সৃষ্টি হয়।
‘পুলিশের সহযোগিতায় প্রক্টোরিয়াল বডি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুই গ্রুপের কর্মীদের নিজ নিজ হলে ঢুকিয়ে দেয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে আরও পুলিশ মোতায়েন করা হবে।’
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘কীভাবে ঘটনার সূত্রপাত, খোঁজখবর নিচ্ছি। আমরা ঢাকায় আছি, ফোনে খোঁজ নিচ্ছি। বিস্তারিত জেনে কথা বলতে পারব।’