ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগুনের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ইঁদুনি বেগম পান্না নামের ৫০ বছরের এক নারী মারা যান। এতে নিহত বেড়ে হয়েছে চার জন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক আবাসিক সার্জন পার্থ শংকর পাল ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কেরানীগঞ্জ থেকে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৬ জন বার্ন ইউনিটে এসেছিল। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ইদুনি বেগম পান্না (৫০) চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তার শরীর ৪০ শতাংশ দগ্ধ ছিল।’
বর্তমানে আরও ২ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। দগ্ধরা হলেন ১২ বছরের ইয়াছিন, তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ, ২৬ বছরের সোনিয়া বেগমের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, শুক্রবার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শাহাদাত হোসেন নামে ২০ বছর বয়সী ওই তরুণের মৃত্যু হয়।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ মডেল মান্দাইল জাওলা পাড়া এলাকার একটি ভবনের নিচ তালা থেকে এই আগুনের সূত্রপাত।
দগ্ধদের নিয়ে আসা রফিকুল ইসলাম বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে ইদুনি বেগম পাক ঘরে চুলা ধরাতে যায় তখন ম্যাচ ধরানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়।’