বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৫

আজিজের স্ত্রী বকুল বেগম জানান, বৃহস্পতিবার রাতে কুতুবপুর এলাকায় গিয়ে আজিজকে রক্তাক্ত অবস্থায় পান তার ছেলে বিপ্লব। তাকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শুক্রবার দুপুরের দিকে মারা যান তিনি।

নেত্রকোণার পূর্বধলায় বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুতুবপুর এলাকায় বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার বেলা ২টার দিকে তিনি মারা যান।

৪৫ বছর বয়সী আব্দুল আজিজের বাড়ি গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামে। তিনি পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করতেন।

পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজিজের স্ত্রী বকুল বেগম জানান, বৃহস্পতিবার রাতে তার স্বামী ও ছেলে বিপ্লব দোকান বন্ধ করে একসঙ্গে বাড়িতে ঢোকেন। কিছুক্ষণ পর আজিজের মোবাইল ফোনে কল এলে তিনি বাইরে যান। দীর্ঘ সময় পরও না ফিরলে বিপ্লব তাকে খুঁজতে বের হন।

তিনি জানান, একপর্যায়ে পাশের কুতুবপুর এলাকায় গিয়ে আজিজকে রক্তাক্ত অবস্থায় পান বিপ্লব। তাকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শুক্রবার দুপুরের দিকে মারা যান তিনি।

পুলিশ জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে এরই মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা বেগম ও পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি জানান, ‘বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত পরিবারের কেউ মামলা বা অভিযোগ দিতে থানায় আসেননি।’

এ বিভাগের আরো খবর