কুষ্টিয়ার গড়াই নদীতে যাত্রী নিয়ে যাওয়ার সময় ডুবে গেছে একটি নৌকা। নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে বলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন। এ ঘটনার পর নদীতে চলা নৌকাবাইচ স্থগিত করা হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম নৌকাডুবির ঘটনা নিশ্চিত করেছেন। আর নৌকাবাইচ স্থগিতের খবর জানিয়েছেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন।
চেয়ারম্যান জানান, কয়ায় দুই দিনব্যাপী নৌকাবাইচ শুরু হয় শুক্রবার দুপুরে। প্রতিযোগিতা চলাকালে যাত্রী পারাপারের খেয়া নৌকা ডুবে গেলে নৌকাবাইচ স্থগিত করা হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানে আলম জানান, খেয়া পারাপারের নৌকাটিতে ছিল ৮০ যাত্রী। কয়া থেকে সেটি কুষ্টিয়া প্রান্তের ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। সব যাত্রী তীরে উঠে যান। আর এক শিশুকে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয়দের দাবি, আরেক শিশু নিখোঁজ আছে।
জানে আলম বলেন, ‘নিখোঁজ শিশুটিকে উদ্ধারে শনিবার সকালে খুলনা থেকে ডুবুরি দল আসবে।’