খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
গুইমারার দেওয়ান পাড়া মিশন স্কুল এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত অংথুই মারমা ওরফে আগুন গুইমারার বুদংপাড়া যৌথ খামার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় কর্মী।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির খবর পেয়ে দেওয়ান পাড়ায় গিয়ে অংথুই মারমা নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের গুলিতে তিনি মারা গেছেন। অংথুই মারমা ইউপিডিএফ এর কর্মী ছিলেন। তার মরদেহ থানায় আছে তবে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের মুখপাত্র নিরন চাকমাকে ফোন করলেও যোগাযোগ করা যায়নি।