বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির ট্রলারে হামলার অভিযোগ ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে

  •    
  • ৩১ আগস্ট, ২০২২ ২৩:১৮

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘ট্রলারে করে আমাদের শ শ নেতাকর্মী পৌঁছালে কূলে ওঠার আগেই ছাত্রলীগ ও যুবলীগের কয়েকটি দল লাঠিসোটা ও ইটপাটকেল ছুড়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি ১৬ জন।’

পিরোজপুরের স্বরুপকাঠিতে বিএনপি নেতাকর্মীদের বহনকারী ট্রলারে হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়ে ১৬ নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে দাবি করা হয়েছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বিকেলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন।

তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ পাড় বন্দরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জেলা-উপজেলা বিএনপি। তাতে যোগ দিতে ট্রলারে করে সন্ধ্যা নদীর মিয়ারহাট বন্দরের দিকে আসছিলেন নেতাকর্মীরা। বন্দরে পৌঁছা মাত্র কয়েকজন লাঠিসোটা ও ইটপাটকেল ছুড়ে হামলা চালায়।

বিএনপির এই নেতা বলেন, ‘ট্রলারে করে আমাদের শ শ নেতাকর্মী পৌঁছালে কূলে ওঠার আগেই ছাত্রলীগ ও যুবলীগের কয়েকটি দল লাঠিসোটা ও ইটপাটকেল ছুড়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি ১৬ জন।’

হামলাকারীদের নেতৃত্বে যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন ও ছাত্রলীগ নেতা অনিক আচার্য ছিলেন বলে অভিযোগ তুলেন জেলা বিএনপির আহ্বায়ক।

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা রিপন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দিয়েছে। আমরা তাদের এ ধরনের স্লোগান দিতে বারণ করেছি। তবে তাদের উপর কোনো হামলা হয়নি।’

হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরুপকাঠি থানার ওসি আবির হোসেনও।

তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবেই তাদের সমাবেশ শেষ করেছে। কোথায়ও কোনো হামলার ঘটনা ঘটেনি, কেউ কোনো অভিযোগও আমাদের করেনি।’

এ বিভাগের আরো খবর