রাজধানীর কুর্মিটোলায় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আবুল হাশেম নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মশিউল আজম ভূঁইয়া বলেন, ‘সকালের দিকে গলফ ক্লাবের গেটের সামনের সড়ক পার হওয়ার সময় হাশেমকে একটি গাড়ি ধাক্কা দেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাড়িটি শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
নিহতের ভাই আবুল কাশেম জানান, ৪৪ বছর বয়সী হাশেম একটি কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। একটা কাজে কুর্মিটোলা এলাকায় গিয়েছিলেন তিনি।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার খামারগাঁও গ্রামে। বর্তমানে খিলক্ষেত টানপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন হাশেম।