শেরপুরে দুই শিশুকে ধর্ষণের দায়ে আসামি শামীম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন।
যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সাজা পাওয়া ২১ বছরের শামীম মিয়ার বাড়ি নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু।
তিনি জানান, ধর্ষণের ঘটনা ২০১৯ সালের ৯ মে। সেদিন নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের শিশুশ্রেণি পড়ুয়া দুই শিশুকে মুখরোচক খাবারের লোভ দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী শামীম।
রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনদের বিষয়টি জানায় শিশু দুটি। পরদিন নকলা থানায় শামীমকে আসামি করে মামলা করেন এক শিশুর বাবা, গ্রেপ্তার করা হয় তাকে।
তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন নকলা থানার তৎকালীন এসআই শরীফ হোসেন।