বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রমিক দল নেতা এখন আ. লীগের পদে

  •    
  • ৩০ আগস্ট, ২০২২ ২১:৪৮

শ্রমিক দল থেকে এসে আওয়ামী লীগে পদ পাওয়া মাসুদ রানা নিউজবাংলাকে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবার সুবিধায় শ্রমিক লীগে যোগ দেই। এর কিছু দিন পর আমাকে জেলা শ্রমিক লীগের সদস্য করা হয়। দল পরিবর্তনের মূল কারণ হলো মানিকগঞ্জের উন্নয়ন এবং জনগণের সেবা যাতে ভালো করে করতে পারি।’

ছয় বছর আগে ছিলেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনে আসার পর এবার তিনি হয়ে গেলেন একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে গত রোববার মাসুদ রানাকে সেই ইউনিয়ন কমিটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা ঘোষণার পর থেকে ক্ষমতাসীন দলের উঠেছে বিতর্ক।

আগামী তিন বছরের জন্য এই কমিটির সভাপতি করা হয়েছে জহিরুল ইসলামকে। কমিটি ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এরপর প্রকাশ পায়, ২০১৪ সালের সম্মেলনের মাধ্যমে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন মাসুদ রানা।

২০১৬ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের মানিকগঞ্জ শাখার সভাপতি বাবুল সরকারের হাত ধরে তিনি শ্রমিক লীগে যোগ দেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের সমর্থনে সদস্য নির্বাচিত হন তিনি।

মাসুদ রানা নিউজবাংলাকে বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবার সুবিধায় শ্রমিক লীগে যোগ দেই। এর কিছু দিন পর আমাকে জেলা শ্রমিক লীগের সদস্য করা হয়। দল পরিবর্তনের মূল কারণ হলো মানিকগঞ্জের উন্নয়ন এবং জনগণের সেবা যাতে ভালো করে করতে পারি।’

মানিকগঞ্জ শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের নিউজবাংলাকে বলেন, ‘মাসুদ রানা ২০১৬ সালে সংগঠন ছাড়েন। তখন জেলা বিএনপির সভাপতি ও দলীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দল থেকে তাকে বহিস্কার করা হয়। তার মতো লোক দলের জন্য কলঙ্ক।’

জেলা ও উপজেলার আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী নিউজবাংলাকে বলেন, শ্রমিক দলের সাবেক নেতাকে আওয়ামী লীগের একটি ইউনিটের সাধারণ সম্পাদক করার কোনো মানেই হয় না।

একজন নেতা বলেন, ‘এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন্দলের সৃষ্টি হবে এবং এর প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে।’

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন এবং সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের মোবাইলে একাধিবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম নিউজবাংলাকে বলেন, ‘দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণার পরে শুনেছি।দল পরিবর্তনেও তো কোনো বাধা নাই। তবে হুট করে এসে যদি কেউ পদ পেয়ে যায়, তাহলে তো প্রশ্ন একটা থেকেই যায়।’

এবারের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রায় এক যুগ আগে দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল।

এ বিভাগের আরো খবর