লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪ বছরের শিশুকে হত্যার পর মাটিচাপা দেয়ার অভিযোগে আটক সৎ মায়ের নামে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নিহত শিশুর বাবা মিরন হোসেন রামগঞ্জ থানায় মঙ্গলবার সকালে মামলা করেন। আটক সৎ মা কোহিনুর বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনুর হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।
নিহত সাঈফ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়ানগর এলাকার হাবীবুল্লাহর ছেলে।
সাঈফের মায়ের সঙ্গে বিচ্ছেদের পর কোহিনুরকে বিয়ে করেন মিরন।
ওসি জানান, গত সপ্তাহে স্বামীর বাড়ি হাজীগঞ্জ থেকে শিশুকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে বাবার বাড়িতে আসেন কোহিনুর। শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গিয়ে শিশুকে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
এ অবস্থায় সাইফকে খুঁজে বের করতে খবর দেয়া হয় চাঁদপুরের ডুবুরি দল ও ফায়ার সার্ভিসকে। তারা আশপাশের পুকুর ও ডোবা-নালায় অনেক খুঁজেও পায়নি তাকে। পরে মিরন শনিবার হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক দিন পর রোববার বিকেলে পুলিশ কোহিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
জিজ্ঞাসাবাদে কোহিনুর স্বীকার করেন, শিশু সাঈফকে শ্বাসরোধ করে হত্যার পর তিনি বাবার বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রেখেছেন। তার তথ্য অনুযায়ী সোমবার বিকেলে পুলিশ সাঈফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।