বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেপরোয়া স্পিডবোটে বেদে শিশু গুরুতর আহত

  •    
  • ২৯ আগস্ট, ২০২২ ২২:২২

আহত সাইফুলের মা খাদিজা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলেসহ তিন-চারজন মিলে নদীতে গোসল করছিল। এ সময় তার গায়ের ওপর দিয়াই বোট চালাইয়া গেছে সুজন।’

ভোলায় নদীতে গোসল করার সময় স্পিডবোটের আঘাতে সাইফুল নামে ছয় বছরের এক বেদে-শিশু গুরুতর আহত হয়েছে।

সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল মাঝঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জোরখাল মাছঘাট এলাকার বেদে দম্পতি মো. সিরাজ ও খাদিজার ছেলে সাইফুল নদীতে গোসল করছিল। এ সময় মো. সুজন নামে এক চালক বিয়ের যাত্রী পৌঁছে দিয়ে ফেরার পথে একটি স্পিডবোট সাইফুলের গায়ের ওপর তুলে দেয়। এতে সাইফুলের মাথা, পেট ও হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আহত সাইফুলের মা খাদিজা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলেসহ তিন-চারজন মিলে নদীতে গোসল করছিল। এ সময় তার গায়ের ওপর দিয়াই বোট চালাইয়া গেছে সুজন।’

এ বিষয় অভিযুক্ত সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইলিশা নৌ-থানার ওসি শাহজালাল বাদশা জানান, স্পিডবোটটি জোরখালের ভেতর দিয়ে ঘোরাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নৌ-পুলিশের মাঝি ও বোট মালিক জসিম।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো খবর