রাজধানী শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুই শ্রমিক মারা গেছেন। তারা হলেন মোহাম্মদ রোকন ও শাহাদাত হোসেন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে তারা ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের সহকর্মী কবির হোসেন জানান, তারা একটি নির্মাতা কোম্পানির অধীনে কাজ করেন। দুপুরে আমরা সবাই জুমার নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখেন দুজন নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
তিনি জানান, নিহত দুজনই রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। তারা কত তলায় কাজ করছিলেন, কোন ফ্লোর থেকে পড়ে গেছেন, সেটি বলতে পারবেন না।
নিহত শ্রমিকদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায় জানালেও বিস্তারিত ঠিকানাও বলতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কবির হোসেন। বলেন, ‘আমাদের ডেভেলপার কোম্পানির কর্মকর্তারা এলে বিস্তারিত জানা যাবে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘আগারগাঁওয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিককে আহত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত বলে জানান। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’