বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামায়াতের মতো বিএনপির নিবন্ধন বাতিল দাবি পরশের

  •    
  • ২৬ আগস্ট, ২০২২ ১৭:২৪

‘বিএনপি জনবিচ্ছিন্ন একটা সন্ত্রাসী সংগঠন। তারা হয়তোবা বিভিন্ন পন্থায় ক্ষমতা দখল করেছে একাধিকবার, কিন্তু গণমানুষের দল তারা হয়ে উঠতে পারেনি। কারণ গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তারা অনুপস্থিত, বরং মানুষের অধিকার হনন করতে তারা পারদর্শী।’

গ্রেনেড হামলা, বোমা হামলা, জঙ্গিদের মদদ দেয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিবন্ধন বাতিল ও দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

জাতীয় শোক দিবস স্মরণে শুক্রবার সকালে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের আলোচনায় তিনি এই দাবি জানান।

পরশ বলেন, ‘আমি বলি বিএনপি গণমানুষের রাজনৈতিক দল না। বিএনপি সন্ত্রাসী দল, যারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং একটা এলিট শ্রেণির স্বার্থ রক্ষা করে নিজেদের টিকিয়ে রাখার জন্য।

‘আমি আজকের এই সভার মাধ্যমে বিএনপির রাজনীতি এ দেশে নিষিদ্ধ করার দাবি রাখতে চাই। ঠিক যেভাবে জামায়াত-শিবিরের দলীয় নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করেছে; সেভাবে বিএনপির দলীয় নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।’

দেশকে ব্যর্থ রাষ্ট্রতে পরিণত করতেই বিএনপি সৃষ্টি হয়েছিল বলে মনে করেন যুবলীগ চেয়ারম্যান। বলেন, ‘এ জন্যই বিএনপি জনবিচ্ছিন্ন একটা সন্ত্রাসী সংগঠন। তারা হয়তোবা বিভিন্ন পন্থায় ক্ষমতা দখল করেছে একাধিকবার, কিন্তু গণমানুষের দল তারা হয়ে উঠতে পারেনি। কারণ গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তারা অনুপস্থিত, বরং মানুষের অধিকার হনন করতে তারা পারদর্শী।

‘এখন তারা বলছে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছে। এটা অসত্য কথা। তারা তাদের নিজেদের দলীয় স্বার্থের জন্য এ দেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চাচ্ছে, যাতে করে তারা এই দেশকে আবারও একটা জঙ্গি এবং দুর্নীতিপরায়ণ রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে।’

দেশের জনগণ বিএনপির সঙ্গে নেই বলেও দাবি করেন পরশ। বলেন, ‘জনগণ থাকে সেই সব রাজনৈতিক দলের সঙ্গে, যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে, দেশকে গড়ার স্বপ্ন দেখায়। আমাদের নেত্রী এই দেশকে গড়ার স্বপ্ন বুকে ধারণ করে, তাই আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষ আছে।’

অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসহায়তা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে সারা বিশ্বে বিশ্বমন্দা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি হওয়ায় আপনাদের যে কিছুটা কষ্ট হচ্ছে সেটা আমরা উপলব্ধি করি। তাই আমরা এই শোকের মাস আগস্টের কর্মসূচি হিসেবে এই আয়োজন করেছি।’

‘দেশনেত্রী তো দূরের কথা, খালেদার নেত্রী হওয়ার যোগ্যতাও নেই’

দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি নেত্রী ও দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘দেশনেত্রী’ তো দূরের কথা, ‘নেত্রী’ হওয়ার যোগ্যতা নেই বলেও মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। যার মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ আছে অথবা চক্ষুলজ্জা আছে সে কি পারে, বেহায়ার মতো ১৫ আগস্ট জন্মদিন করতে? তিনি নাকি দেশনেত্রী? একজন দেশনেত্রী কীভাবে পারে একটা বিশাল জনগোষ্ঠীকে অবজ্ঞা করতে, অথবা একটা পরিবারকে এইভাবে কষ্ট দিতে?

বিএনপি নেত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে পরশ বলেন, ‘আমার বাবা-মা সেদিন নিহত হয়েছিল এবং এ দেশের একটা গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং নেতা মানে। তাহলে আপনি কীভাবে পারেন এই দেশের একটা বিরাট অংশকে অবহেলা এবং উপেক্ষা করতে? এখানে আমি তার দেশনেত্রী উপাধিকে চ্যালেঞ্জ করছি। যে খালেদা জিয়া কখনও দেশনেত্রী তো দূরের কথা, নেত্রী হওয়ারই যোগ্যতা রাখে না।’

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘খুনির সন্তান খুনি হয়, তার প্রমাণ তারেক জিয়া। জিয়াউর রহমানের মতোই তারেক জিয়া খুনি। জিয়াউর রহমান যেমন ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ঠিক তেমনি তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত এবং এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড।’

লন্ডনে পলাতক খুনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরে সরকারের কাছে দাবিও জানান নিখিল।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন, এনামুল হক খান, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক শামছুল আলম অনিক, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল হাইও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর