রংপুরের কাউনিয়ায় ঘরের মাটি খুঁড়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃদ্ধার ছেলেকে আটক করা হয়েছে।
কাউনিয়ার হারাগাছের সিট নাজিরদহ গ্রামের বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
মৃত নারীর নাম জমিলা বেগম। ৬০ বছরের জমিলা ও তার ২২ বছরের ছেলে জামিল মিয়া থাকতেন সেই বাড়িতেই, যেখান থেকে পাওয়া যায় জমিলার মরদেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।
জমিলার প্রতিবেশী মিজানুর রহমান বলেন, ‘কয়েকদিন ধরে জমিলাকে কেউ দেখে না। হঠাৎ কোথায় গেলেন- এ নিয়ে আশপাশের সবাই খোঁজ করছিলেন। সন্ধ্যায় আমরা কয়েকজন জামিল মিয়ার বাড়ি যাই। তখন ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ আসছিল। আমরাই সন্দেহের জেরে মাটি খুঁড়ে একটা হাত দেখি। পরে জামিলকে আটকে পুলিশে খবর দেই।’
ওসি জানান, গত ১৯ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে জামিল তার মাকে গলা টিপে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। হত্যার পরে তিনিই লাশ ঘরে পুঁতে রাখেন।
কাউনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, তদন্ত ও জামিলকে আরও জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।