নারায়ণগঞ্জের আড়াইজাহারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ওই নারী ও তার শিশুসন্তানকে হত্যার মামলায় এর আগে এই দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল বুধবার দুপুরে ধর্ষণ মামলার রায় দেন।
আসামিরা হলেন আড়াইহাজার উপজেলার অস্তিআন্দি গ্রামের মো. বাবুল হোসেন ও আবুল কাশেম।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এসব নিউজবাংলাকে জানিয়েছেন।
২০১১ সালের ৫ মার্চ রাতে উজিরপুর ইউনিয়নের দড়িগাঁও পুরাতন কবরস্থান এলাকায় একটি গর্ত থেকে ২৫ বছর বয়সী নারী ও তার চার বছরের সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
ময়নাতদন্তে জানা যায়, ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল। পরে ধর্ষণের আরেকটি মামলা করেন আড়াইহাজার থানায় তৎকালীন উপপরিদর্শক রফিকুল ইসলাম। তদন্তের পর দুই মামলায় গ্রেপ্তার করা হয় বাবুল হোসেন ও আবুল হাসেমকে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালত হত্যা মামলায় আগেই তাদের মৃত্যুদণ্ড দিয়েছে। বুধবার ধর্ষণের মামলায় এলো যাবজ্জীবনের আদেশ।