বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দোকানে পড়ে ছিল কিশোর কর্মচারীর মরদেহ

  •    
  • ২৪ আগস্ট, ২০২২ ১৮:২৮

পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, প্রাথমিক অবস্থায় শ্বাসরোধ করে হত্যা বলে ধারণা করা হচ্ছে। ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোকান থেকে কিশোর কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন সেখানকার একটি ফার্নিচারের দোকানে কাজ করে। দোকানের ভেতরে পড়ে ছিল তার মরদেহ।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম নিউজবাংলাকে এসব নিশ্চিত করেছেন।

১৭ বছর বয়সী তুহিন ওই দোকানের মালিক নুরুল হুদার পালিত সন্তান।

নুরুল নিউজবাংলাকে জানান, প্রতিদিন কাজ শেষে ফার্নিচার দোকানেই রাতে ঘুমাত তুহিন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাড়ি থেকে খাবার খেয়ে দোকানে যায়। বুধবার সকাল সাড়ে ৯টায় দোকান খুলতে গিয়ে তিনি দেখেন দরজা খোলা। ভেতরে মেঝেতে তুহিনের লাশ পড়ে আছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফার্নিচারের দোকানের পাশে মসজিদ আছে। সেখানে ভোরে নামাজ পড়ে তুহিনকে মসজিদের বারান্দা মোছামুছি করতে দেখা যায়। এরপর সেখান থেকে দোকানে যায় সে।

পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম নিউজবাংলাকে জানান, প্রাথমিক অবস্থায় শ্বাসরোধ করে হত্যা বলে ধারণা করা হচ্ছে। ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে। নিহতের দুই গালে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর