পাবনার সুজানগরে সাবেক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম হত্যার মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদের আটক করা হয় বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি আব্দুল হান্নান। পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের মো. আশরাফ, আকরাম হোসেন, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন ও সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের মনিরুল ইসলাম।
নিহতের ছেলে জুবায়ের খোন্দকার মঙ্গলবার দুপুরে ২৪ জনকে আসামি করে সুজানগর থানায় হত্যা মামলা করেন।
সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামে সোমবার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর সংবাদমাধ্যমে তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওয়াল খান জানান, হত্যায় জড়িতরা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের অনুসারী। তার ইন্ধনেই হত্যা করা হয়েছে জাহাঙ্গীরকে।
অভিযোগ অস্বীকার করে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনকে এই হামলার জন্য দায়ী করেন আব্দুল ওহাব।
ওসি হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।