দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে রেলপথ আটকে অবরোধ করা মৌলভীবাজারের কুলাউড়ার চা-শ্রমিকরা সরে গেছেন। এতে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মঈন উদ্দিন জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিকরা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রেললাইন ছাড়েন।
এদিন বিকেল ৪টায় কুলাউড়ার স্কুল চৌমহনী রেলের লাইন আটকে বিক্ষোভ করেন চা-শ্রমিকরা। সে সময় পাহাড়িকা ট্রেন সিলেটের দিকে আসছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক নিউজ বাংলাকে বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে কোনো অপ্রীতিকর কিছু ছাড়াই আমরা তাদেরকে রেললাইনে থেকে সরিয়ে দিয়ে রেললাইন স্বাভাবিক করতে পারি।’
অবরোধে অংশ নেয়া চা-শ্রমিক স্বপন নাইডু বলেন, ‘এতদিন ধরে আমরা ধর্মঘট করছি, কিন্তু আমাদের দাবি মেনে নেয়া হচ্ছে না। তাই আজ আমরা রেলপথ অবরোধ করেছি।’
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট ও হবিগঞ্জের চা-শ্রমিকরাও।