পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে আওয়ামী নেতা-মন্ত্রীরা ভণ্ড রাজনীতিবিদের আচরণ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে গুম-বিচারবহির্ভূত হত্যার অভিযোগ সারাবিশ্ব থেকে আসতে শুরু করেছে। মিথ্যা মামলা এবং নির্বিচারে গ্রেপ্তার, নজরদারি আর খবরদারির মাধ্যমে গোটা বাংলাদেশকে নিষ্ঠুর বন্দিশালায় পরিণত করে এর লৌহ কপাটের চাবি শেখ হাসিনা নিজের আঁচলে বেঁধে রেখেছেন।’
রিজভী বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। এজন্য অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পররাষ্ট্রমন্ত্রীকে ধরনা দিতে পাঠিয়েছিলেন অন্য দেশে। এ ঘটনায় সরকার গোটা জাতিকে অপমানিত করেছে।
‘পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আওয়ামী নেতা-মন্ত্রীরা ভণ্ড রাজনীতিবিদের আচরণ করছেন। কিন্তু প্রকারান্তরে তারা দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছেন।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্য বাড়িয়েছে। বরিশালের গৌড়নদীসহ দেশের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের মাটিকে তারা রক্ত রঞ্জিত করেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে থাকতে আওয়ামী শাসকগোষ্ঠী স্বৈরতন্ত্রের চূড়ান্ত রূপ ধারণ করেছে।’
সংবাদ সম্মেলনে বিএনপি সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।