বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বর্ণবারসহ বিমানযাত্রী আটক

  •    
  • ২১ আগস্ট, ২০২২ ২৩:১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রীন চ্যানেলে নিয়ে যাত্রী নাজিমের শরীর তল্লাশি ও লাগেজ স্ক্যান করা হয়। তার শরীরে দুটি স্বর্ণবার পাওয়া যায়। হাতে থাকা প্লাস্টিক ব্যাগ থেকে পাঁচটি স্বর্ণবার উদ্ধার হয়। এছাড়া লাগেজে ছিল চারটি চুড়ি, তিনটি লকেট ও তিনটি রিং।

প্রায় এক কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।

রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক যাত্রীর নাম মোহাম্মদ নাজিম। তার পাসপোর্ট নম্বর ইকে- ০০৬৩০৩৭। তিনি কাতার এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। আগেই সংবাদ পাওয়া যায় নাজিমের কাছে স্বর্ণের চালান আছে।

সংবাদ থাকায় বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় যাত্রী নাজিমকে থামান কাস্টমস হাউজের প্রিভেন্টিভ বিভাগের কর্মকর্তারা। তার কাছে স্বর্ণ আছে বলে জানালে যাত্রী তা অস্বীকার করেন।

পরে বিমানবন্দরের গ্রীন চ্যানেলে নিয়ে নাজিমের শরীর তল্লাশি ও লাগেজ স্ক্যানিং করা হয়। তার শরীরে দুটি স্বর্ণবার পাওয়া যায়। যাত্রীর বহন করা কালো প্লাস্টিকের ব্যাগ ও লাগেজ স্ক্যানিংয়ে স্বর্ণের উপস্থিতি ধরা পড়ে।

নাজিমের প্লাস্টিক ব্যাগ থেকে পাঁচটি স্বর্ণবার উদ্ধার হয়। লাগেজে ছিল চারটি চুড়ি, তিনটি লকেট ও তিনটি রিং। এসব স্বর্ণালঙ্কারের ওজন ৯৬ গ্রাম।

জব্দ করা ৭টি স্বর্ণবারের ওজন ৮১২ গ্রাম। সব মিলিয়ে নাজিমের কাছে ৯০৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার দাম প্রায় ৬৫ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।

যাত্রী নাজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর