বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। সকাল ৬টার দিকে মজুচৌধুরী হাটের ঘাট থেকে ভোলার উদ্দেশে ফেরি কনকচাপা ছেড়ে যায়।
বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় শুক্রবার দুপুর ১টার দিকে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ ঘাট কর্তৃপক্ষ।
কিন্তু বিষয়টি না জানায় ঘাট পার হতে আসেন অনেকে। এতে দুই পারে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
লঞ্চ যাত্রী সৌরভ হোসেন বলেন, ‘ফেরি ও লঞ্চ চলাচল যে বন্ধ, সেটা জানা ছিল না। শুক্রবার বিকেলে ঘাটে এসে দেখি সব বন্ধ। সকালে চলাচল শুরু হয়েছে। আশা করি, এখন যেতে পারব।’
পারের অপেক্ষায় থাকা ট্রাকচালক মহিউদ্দিন বলেন, ‘ঘাট বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে। ফেরি চলাচল শুরু হলেও সিরিয়াল পাওয়া যায়নি।’
মজুচৌধুরী হাটের ঘাট কর্মকর্তা মো. কেরামত উল্যাহ নিউজবাংলাকে বলেন, ‘বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় শুক্রবার দুপুরের দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি উন্নতি হওয়ায় শনিবার সকাল থেকে চলাচল শুরু হয়েছে।
‘দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পরিবহন চালক ও যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন। আশা করি, আবহাওয়া ভালো থাকলে ফেরি চলাচলে কোনো সমস্যা হবে না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে।’