ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় মায়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে মামার মারধরে আহত হয়ে শোলক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছর বয়সী শোলকের মৃত্যু হয়। নিহত শোলক শহরের ব্যাপারীপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, বখাটেদের সঙ্গে মেলামেশা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো শোলকের। এসব বিষয় নিয়ে গত সোমবার শোলকের মা তার চাচাতো ভাই ছোটনকে ডেকে আনেন ছেলেকে শাসন করার জন্য।
এ অবস্থায় শোলককে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন মামা ছোটন। সে সময় শোলককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন শুক্রবার বিকেলে শোলকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটকও করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’