যশোরের সীমান্ত এলাকা থেকে পাচারের সময় ১৭টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। শার্শার রুদ্র সীমান্ত থেকে শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২১- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন এক কেজি ৯৮৫ গ্রাম। বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
আটক ৪৫ বছরের মোনতাজ হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।
বিজিবি অধিনায়ক বলেন, ‘সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এ তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের একটি দল ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালায়।
‘অভিযানে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে একজনকে আটক করা হয়। এ সময় তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। মোট ১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের এ সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।’
সোনাসহ আটক মোনতাজকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।