বর্তমান শাসনামলের তুলনায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি শাসনামলে দেশের মানুষের প্রকৃত আয় অনেক বেশি ছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সে সময় পণ্যমূল্য ছিল কম, বিদ্যুৎ ও জ্বালানির দামও বর্তমান সময়ের অর্ধেকেরও কম ছিল।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ১৬ বছর আগে ক্ষমতা ছাড়ার সময় পণ্যমূল্য ও জ্বালানির মূল্যের একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
ফখরুল বলেন, ‘আমাদের সবারই বলতে গেলে নির্দিষ্ট টাকায় সংসার চালাতে হয়। তাই আমরা যতটা তিক্তভাবে বাজারের মূল্যবৃদ্ধি অনুভব করতে পারি, তা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা সম্পদের পাহাড় জমিয়েছে, যাদের দুর্নীতির টাকা এখন সুইস ব্যাংক, মালয়েশিয়ার সেকেন্ড হোম, কানাডার বেগমপাড়া, ইউরোপ, আমেরিকা কিংবা লাতিন আমেরিকান দ্বীপরাষ্ট্রে পাচার হচ্ছে, তারা কখনই অনুভব করতে পারবেন না।
‘পণ্যের দাম বাড়ার পেছনে সরকারের মদতপুষ্ট সিন্ডিকেটকারীদের ভূমিকার কথা নতুন করে বলার কিছু নেই। মূল্যবৃদ্ধির এই দুর্নীতিবাজ চক্রের শীর্ষ অবস্থানে রয়েছে সরকারের চালিকাশক্তিরাই।’
এক ধরনের স্বার্থান্বেষী ‘অর্থপিপাসু বণিক সমাজ’ দেশ চালাচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘সরিষায় ভূত থাকলে ভূত তাড়াবে কে? রক্ষক যদি ভক্ষক হয় তখন যা হবার তাই হচ্ছে বর্তমান বাংলাদেশে।’
এই সরকারকে গভর্নমেন্ট বাই দ্য বিজনেসম্যান, ফর দ্য বিজনেসম্যান অব দ্য বিজনেসম্যান বলে আখ্যা দেন বিএনপি নেতা। বলেছেন, এবারের বাজেটের দিকে তাকালেই এই বিষয়টি বোঝা যায়। যার ফলে স্বার্থের সংঘাত দেখা দিলে ব্যবসায়ীদের স্বার্থই বরাবর প্রাধান্য পাচ্ছে।’
বিএনপির শাসনামলে মানুষ এখনকার চেয়ে অনেক স্বস্তিতে ছিল দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আপনাদের নিশ্চই মনে থাকবে, বিএনপি সরকারের আমলে মানুষের প্রকৃত আয় ছিল অনেক বেশি। যার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাও ছিল বেশি। অন্য দিকে বর্তমানে মানুষের ক্রয়ক্ষমতা অনেক কমেছে। কেননা সে তুলনায় মানুষের প্রকৃত আয় অনেক হ্রাস পেয়েছে।’
২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে, তখন দেশের মানুষের মাথাপিছু আয় ছির ৫৪৩ ডলার। এখন তা হয়েছে ২ হাজার ৮১৪ ডলার।
দুই শাসনামলে পণ্যমূল্যের তুলনা
ফখরুল বলেন, ২০০৬ সালে এক কেজি মোটা চালের দাম ছিল গড়ে ১৫ টাকা। বর্তমানে মোটা চালের দাম গড়ে ৫৪ টাকা। মূল্যবৃদ্ধি তিন গুণেরও বেশি
‘২০০৬ সালে ১০০ টাকায় প্রায় ৭ কেজি মোটা চাল কেনা যেত। বর্তমানে ১০০ টাকায় মোটা চাল কেনা যায় ২ কেজি। প্রায় ৫ কেজি কম চাল পাওয়া যায়।
‘মন্তব্য: আয় সক্ষমতা যদি দুই গুণ বৃদ্ধি পায়, এরপরেও ২০০৬ সালের সম পরিমাণ ক্রয় সক্ষমতা অর্জন অসম্ভব।’
ফখরুল সংবাদ সম্মেলনে ২০০৬ সালের ৯ সেপ্টেম্ব ও গত ১৬ আগস্ট সরকারি সংস্থা টিসিবির বাজারদর তুলে ধরেন।
তিনি জানান, ১৬ বছর আগে সরু চালের দর ছিল ২৪ টাকা কেজি, এখন তা ৬৪ থেকে ৮৫ টাকা। তখন পেঁয়াজ ছিল ৮ থেকে ২০ টাকা কেজি, এখন ৪৫ থেকে ৫০ টাকা। সে সময় সয়াবিন তেলের দর ছিল ৪৪ টাকা লিটার, এখন ১৮৫ থেকে ১৯০ টাকা। গরুর মাংস ছিল ১৫০ টাকা কেজি, এখন ৬৫০ থেকে ৬৮০ টাকা। খাসির মাংস ছিল ২৩০ টাকা কেজি, এখন ৮৫০ থেকে ৯৫০ টাকা।
ইলিশের কেজি ছিল ২৮০ টাকা, এখন ৬০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। গুঁড়া দুধ ছিল ২৮৫ টাকা কেজি, এখন ৭৬০ থেকে ৮২০ টাকা। দেশি মশুর ডাল ছিল ৪৫ টাকা কেজি, এখন ১৩০ থেকে ১৩৫ টাকা। নেপালি মশুর ডাল ছিল ৪৫ টাকা কেজি, এখন ১৪০ থেকে ১৫০ টাকা। ব্রয়লার মুরগি ছিল ৫৫ টাকা কেজি, এখন ১৯০ থেকে ২০০ টাকা। দেশি মুরগি ছিল ১৮০ টাকা কেজি। এখন ৫০০ থেকে ৫৬০ টাকা।
তখন আটা ছিল ২০ টাকা কেজি, এখন ৫০ থেকে ৫৫ টাকা। তখন ময়দা ছিল ২৬ টাকা কেজি, এখন ৬৫ থেকে ৭০ টাকা।ফার্মের ডিম ছিল ১১ টাকা হলি, এখন ৫০ থেকে ৫৫ টাকা। আলুর দর ছিল ৬ টাকা কেজি, এখন ২৬ থেকে ৩০ টাকা। লবণ ছিল ১৮ টাকা কেজি, এখন ৩০ থেকে ৩৬ টাকা। চিনি ছিল ৩৭ টাকা কেজি, এখন ৮৮ থেকে ৯০ টাকা।
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যের পার্থক্য
ফখরুল বলেন, তাদের শাসনামলে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ছিল ১ টাকা ৬০ পয়সা। এখন গড় দাম ৭ টাকা ১৩ পয়সা।
সে সময় এক চুলার গ্যাসের মূল্য ছিল ২০০ টাকা, দুই চুলার ছিল ২৫০ টাকা। এখন তা বেড়ে হয়েছে যথাক্রমে ৯৯০ টাকা ও ১০৮০ টাকা।
ফখরুল বলেন, ‘এই মূল্যবৃদ্ধি সেসব সীমিত আয়ের মানুষের ওপর সরাসরি আঘাত, যারা ইতোমধ্যে মূল্যস্ফীতিতে নাকাল। এবার বর্ধিত ট্রাকভাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করেছে। জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর প্রভাব কাঁচাবাজারে পড়েছে। আগামী দিনগুলোয় শিল্পপণ্যের দামেও প্রভাব পড়বে।’
তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষ নানাভাবে ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা করছেন। নিজের আয় দিয়ে আর চলতে না পারায় স্ত্রীকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে অনেকেই ফ্যামিলি বাসা ছেড়ে উঠেছেন মেসে। মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধি অর্থনীতির কফিনে শেষ পেরেক
ফখরুল বলেন, ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম একবারে ৪৫ থেকে ৫১ শতাংশ বাড়ানোর মধ্য দিয়ে দেশের মুখ থুবড়ে পড়া অর্থনীতির কফিনে শেষ পেরেকটুকু ঠুকে দেয়া হয়েছে। এর প্রভাব পড়েছে সর্বক্ষেত্রে।
বিএনপি নেতা বলেন, ‘গরিব ও সীমিত আয়ের মানুষেরা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন। মধ্যবিত্ত মানুষের পক্ষেও টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এতে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
‘গণপরিবহন থেকে কাঁচাবাজার- সর্ব ক্ষেত্রে কয়েক গুণ মূল্য বাড়িয়ে দিয়েছে সবাই। প্রতিবাদে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন, তারা মিছিল করছেন।’
দাম যদি বাড়াতেই হতো, তাহলে সহনীয়ভাবে ধাপে ধাপে বাড়াতে পারত বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। বলেন, ‘হঠাৎ করে রাতের আঁধারে একবারে এত বেশি দাম বৃদ্ধিতে জ্বালানি ব্যবহার সংশ্লিষ্ট সকলেই হতচকিত হয়ে পড়েছে। যাত্রী, ক্রেতা-বিক্রেতা সকলেই হতবাক।’
বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্ধিত দাম কমে আসার মধ্যে বাংলাদেশে দাম এক লাফে এত বেশি বাড়ানোর পেছনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসাই কারণ বলে মনে করেন ফখরুল। বলেন, ‘সরকারের বেপরোয়া দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শিতার দায় পুরোপুরি সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দেয়া হলো।’
তেলে প্রতি লিটারে সরকার ৩৪ টাকা করে কর আদায় করছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সরকার ইচ্ছা করলে সেই কর প্রত্যাহার করতে পারত। তাতে জনগণ স্বস্তি পেত।
বিএনপি নেতার অভিযোগ, সরকার কয়েকজন ব্যবসায়ীকে আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যে দেশে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের চেষ্টা না করে বিদেশ থেকে গ্যাস আমদানির সুযোগ করে দিয়েছে।
গ্যাস, বিদ্যুতের দাম আবার বাড়ানোর প্রস্তুতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতা। বলেন, গত ১২ বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৯০ শতাংশ বেড়েছে। এখন আবার ৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মাসখানেক আগেও গ্যাসের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। এবার আবার বাড়লে শিল্প উৎপাদনও কঠিন পরিস্থিতিতে পড়বে। জীবনযাপনে আরও বেশি বিপর্যয় নেমে আসবে।
গত ১৪ বছরে ঢাকা ওয়াসা পানির দাম ১৫ শতাংশ বাড়ানোর পরও আবার ২৫ শতাংশ বাড়াতে চায় উল্লেখ করে এরও সমালোচনা করেন বিএনপি নেতা। বলেন, ‘আমরা এর তীব্র বিরোধিতা করছি।’
‘দেশের মানুষ মুক্তি চায়’
বর্তমান সময়কে ‘দুঃশাসন’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, জনগণ এ থেকে মুক্তি চায়।
তিনি বলেন, ‘লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার আর অপশাসন দেশেটাকে সত্যিকার অর্থেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকেই বাকশালীরা ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে।
‘বাগাড়ম্বর আর কাল্পনিক উন্নয়নের গল্প দেশের জনগণ আর শুনতে চায় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যত অন্যায় অপকর্ম করেছে, তার প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে।’