রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় গঠিত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে।
সোমবার বিকেলের ওই ঘটনা তদন্তে কয়েক ঘণ্টার মধ্যে ৫ সদস্যের কমিটি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
রাতে মন্ত্রণালয়ের সচিব আমানউল্লাহ নূরী নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পরপরই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট অনুশাখার অতিরিক্ত সচিব নীলিমা আখতারকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
‘তদন্ত কমিটি এক দিনের মধ্যে প্রাথমিক ও ২ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।’
উত্তরার জসীম উদ্দীন মোড়ে প্যারাডাইজ টাওয়ারের সামনের সড়কে সোমবার বিকেলে ফ্লাইওভারের গার্ডারের নিচে চাপা পড়ে একটি প্রাইভেট কার।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গার্ডারটি ক্রেন দিয়ে তোলার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সেটি তোলার সময় সেখানে কোনো নিরাপত্তা-বেষ্টনী তৈরি করা হয়নি, যে কারণে এই প্রাণহানির ঘটনাটি ঘটে।
গাড়িতে থাকা সাতজনের মধ্যে মারা গেছে দুই শিশুসহ পাঁচজন।