বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমাবেশে বাধা না দেয়াও আ.লীগের প্রতারণা: ফখরুল

  •    
  • ১২ আগস্ট, ২০২২ ১৫:৪১

ক্ষমতাসীন দলের সমালোচনা করে ফখরুল বলেন, ‘তারা দেখাচ্ছে গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ দিচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) আমাদের সমাবেশে বাধা দেয়নি, আজকেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারছি। এটাও একটা প্রতারণা।’

বিরোধীদের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেয়াকে আওয়ামী লীগের প্রতারণা হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিপর্যয়সহ বিভিন্ন দাবিতে পেশাজীবী সমাবেশে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।

ক্ষমতাসীন দলের সমালোচনা করে ফখরুল বলেন, ‘তারা দেখাচ্ছে গণতান্ত্রিক কর্মসূচি পালনের সুযোগ দিচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) আমাদের সমাবেশে বাধা দেয়নি, আজকেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারছি।

‘এটাও একটা প্রতারণা। নতুন করে পাঁয়তারা শুরু করেছে ক্ষমতায় আসতে যেকোনো ধরনের নির্বাচন দিয়ে।’

মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের কী অবস্থা এখন নতুন করে বলার দরকার নেই। রাস্তায় বাসের যাত্রীদের জিজ্ঞেস করুন কত টাকা বাস ভাড়া বাড়িয়েছে। রিকশাচালক, কৃষক, শিক্ষক সবাই কষ্টে আছে…সবচেয়ে বেশি কষ্ট আছে মধ্যবিত্ত, যারা সইতে পারছেন না। দেশে সুনামি সৃষ্টি হবে। সেই সুনামিতে এ সরকার বিদায় নেবে।’

তার ভাষ্য, ‘জনগণ জেগে উঠেছে। সরকারের পতন অনিবার্য। রাজপথ দখল করে জনগণের সুনামিতে ভয়াবহ এই সরকারের পতন ঘটবে।’

এ বিভাগের আরো খবর